315)(Story গল্প 13) নববর্ষের খাওয়া। - Written by Junayed Ashrafur Rahman ✒

315)(Story গল্প 13) নববর্ষের খাওয়া। - Written by Junayed Ashrafur Rahman ✒


🌟 নেতা এবার নববর্ষ উপলক্ষে খাওয়ার আয়োজন করলেন না। 


🌟 নববর্ষের খাওয়া না পেয়ে নেতাকে কর্মী জিজ্ঞেস করলেন , "নেতা , এই নববর্ষের প্রথম দিনে তো খাওয়ার ব্যবস্থা করলেন না।"


নেতা : - সামনে নির্বাচন। তাই খাওয়ার ব্যবস্থা করি নি।


কর্মী : - নির্বাচন আছে , তাই আরও বেশি করে খাওয়াবেন।


নেতা : - আমি তো নির্বাচন করব না।


কর্মী : - তাতে কী হয়েছে ? আপনার টাকা আছে আপনি খাওয়াবেন।


নেতা : - এই বছর নির্বাচনের কারণে খাওয়াব না।


কর্মী : - নেতা , বিষয়টা একটু বুঝিয়ে বলেন।


নেতা : - এই বছর সামনে নির্বাচন আছে। তাই সকল প্রার্থীরাই ভোটের জন্য ব্যস্হ। আমি নির্বাচন করব না। কিন্তু যদি প্রতি বছরের মত এবারও নববর্ষের খাবার খাওয়াই , তাহলে অন্যরা মনে করবে আমি এবার নির্বাচন করব। তাই ওরা আমাকে ওদের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা শুরু করবে। এভাবে নির্বাচন না করেই অন্যদের প্রতিদ্বন্দ্বী হতে হবে। তাই এই বছর নববর্ষের খাওয়া হবে না।


কর্মী : - বুঝলাম। এই জন্যই তো আপনাকে অন্যদের চেয়ে বড় নেতা মনে করি। (সমাপ্ত) 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman