সাইবার অপরাধ দমনে প্রতি জেলায় নজরদারি

>
  • পরিস্থিতি বিবেচনায় সাইবার অপরাধ নজরদারির সিদ্ধান্ত 
  • শনিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়
  • প্রতিটি জেলায় একটি করে টিম গঠন করা হবে

এখন জেলা পর্যায় থেকেই সাইবার অপরাধ মনিটরিং করবে পুলিশ। এ জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে বিশেষ দল গঠন করা হচ্ছে। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জাতীয় শোক দিবস ও ঈদের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

পুলিশ সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে মহাপরিদর্শক ছাড়াও অতিরিক্ত মহাপরিদর্শক, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জের ডিআইজি, হাইওয়ে, রেলওয়ে, নৌ, ট্যুরিস্ট পুলিশসহ গোয়েন্দা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ ভয়ংকর হয়ে উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যম ব্যবহার করে অপরাধ করা হচ্ছে। অপরাধের পাশাপাশি গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় পুলিশ সাইবার অপরাধ নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকালের বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলেছেন, নজরদারি না থাকার কারণে জেলা পর্যায়ে ব্যাপক হারে সাইবার অপরাধ হচ্ছে, কিন্তু মানুষ সেভাবে প্রতিকার পাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিটি জেলায় একটি করে টিম গঠন করা হবে। এতে দুজন করে কর্মকর্তা থাকবেন। তাঁরা পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানাবেন।

বৈঠকে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো এবং ব্লক রেইডসহ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, কাঙালিভোজের খাবার সিভিল সার্জন দিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে।

আইজিপি আরও বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামানো যাবে না। হাটে নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় করা যাবে না। পশু পরিবহনের গাড়িতে হাটের নামযুক্ত ব্যানার লাগাতে বলেন তিনি।

আইজিপি জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। কোনো ঈদগাহ নিয়ে বিরোধ থাকলে সেখানে ঈদের জামাত না করার পরামর্শ দেন তিনি। জাতীয় শোক দিবস সামনে রেখে সব জেলায় হোটেল ও বোর্ডিংয়ে তল্লাশি করারও পরামর্শ দেন তিনি।