× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিপিডির সংলাপে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে মান্নান-খসরু’র পাল্টাপাল্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২৩:৫৬ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ০০:০১ এএম

সিপিডির সংলাপে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে মান্নান-খসরু’র পাল্টাপাল্টি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের বিশেষ অতিথি আমীর খসরু চৌধুরী বর্তমান আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত’ বলার পর তা নিয়ে ক্ষোভ ঝাড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী মান্নান।

বক্তব্যে আমীর খসরু বলেন, ‘বাজেট কে দিচ্ছে কারা দিচ্ছে? এরা কী জনগণের কাছে জবাবদিহির কোনো সরকার? তারা কী কোনো নির্বাচিত সরকার? তারা যদি ইলেক্টেড না হয়ে থাকে, তাহলে তো জবাবদিহির তো কোনো প্রয়োজন নাই। দ্যাট ইজ দ্যা ফান্ডামেন্টাল কোয়েশ্চন। আমার মতে আপনি যখন আন ইলেক্টেড থাকবেন, তখন আপনার মধ্যে কোনো দায়বদ্ধতা থাকবে না। এই দায়বদ্ধতা এড়িয়ে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বাজেট প্রনয়ন করা হয়নি।’

এরপর বক্তব্য দিতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন মান্নান। বিএনপি নেতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বলে বেড়াচ্ছেন, দেশে সুশাসন নেই। আমরা কোথায় কুশাসন করেছি, তার প্রমাণ দেন। জনগণের আদালতে যান, আইনের আশ্রয় নেন। খেলাধুলা করতে চাইলে গ্যালারিতে নয়, মাঠে নামুন। ডাকুন তো কালকে হরতাল, ডাকুনতো। দেখি ১০০ জন লোক নামাতে পারেন নাকি?’

অনুষ্ঠানের সঞ্চালক সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের উদ্দেশে মান্নান বলেন, ‘আমি আমাদের সরকার, বর্তমান বাংলাদেশ সরকার অনির্বাচিত সরকার? এই জবাবটা আপনার কাছে চাই। তারা (সিপিডি) যদি মনে করে আমরা নির্বাচিত সরকার, আমি তাদেরকে বলব যারা রেবেলাস (বিদ্রুপাত্মক) কথাবার্তা বলেন, অসত্য কথাবার্তা বলেন, অপমান করার চেষ্টা করেন, আপনাদের দায়িত্ব হবে অ্যাজ এ থিংক ট্যাংক ওই সম্বন্ধেও কথাবার্তা বলা।’

এ সময় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দ্যা পয়েন্ট ইজ ওয়েল টেইকেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা