সিপিডির সংলাপে ড. দেবপ্রিয়

শিক্ষা-এনজিওর ওপর করারোপ অবৈজ্ঞানিক আমলাতান্ত্রিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রস্তাবিত কর আইনে শিক্ষা প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিষ্ঠানকে কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করায় কর প্রদান করতে হবে। সরকারের এমন সিদ্ধান্তকে অরাজনৈতিক, অবৈজ্ঞানিক এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো . দেবপ্রিয় ভট্টাচার্য।

রবিবার (১৮ জুন) গুলশানের একটি হোটেলে সিপিডি আয়োজিত 'বাজেট সংলাপ' অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অলাভজনক প্রতিষ্ঠানকে কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করায় এনজিওর কার্যক্রম বাধা প্রাপ্ত হবে বলেও মনে করছেন এনজিও সংশ্লিষ্টরা।

আলোচনায় অংশ নিয়ে . রাশেদা কে চৌধুরী বলেন, অবাক বিস্ময়ের লক্ষ্য করলাম শিক্ষাপ্রতিষ্ঠান কোম্পানি হয়ে গেল। এটা কার মাথা থেকে এল? শিক্ষাবান্ধব হিসেবে পরিচিত সরকারের এটা কেমন পদক্ষেপ? মাত্র ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকার জন্য এনজিও প্রতিষ্ঠানের উপর করা হচ্ছে। তাহলে সরকারের পক্ষ থেকে এনজিওগুলোকে ফান্ড দেয়ার দাবি জানান তিনি।

ইউনেস্কোর তথ্যমতে, শিক্ষায় অভিভাবকদের ৭১ শতাংশ খরচ বহন করতে হয়।  তার ওপর আবার করের ছোবল বসানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন এই শিক্ষাবিদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন