মসজিদে মাইক ব্যবহার করে আজানের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতের খ্যাতনামা গায়ক সনু নিগম।

সনু নিগম

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, সনু নিগম

ভারতের খ্যাতনামা গায়ক সনু নিগম মাইকে আজান দেয়ার বিরুদ্ধে মন্তব্য করে বড় ধরনের বিতর্কের সূত্রপাত করেছেন।

সোমবার ভোর বেলায় আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি টুইটারে একের পর এক মন্তব্য পোস্ট করতে থাকেন।

সেখানে তিনি লেখেন: "আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?"

এরপর তিনি মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করে একে 'ধর্মবোধ জোর করে চাপিয়ে দেয়া' বলে বর্ণনা করেন।

তবে সুন নিগম শুধু আজানের বিরুদ্ধেই টুইট করেন নি।

তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দুষণের বিরুদ্ধে মন্তব্য করেন।

তার এই মন্তব্যের পর টুইটারে তার পক্ষে-বিপক্ষে শুরু হয় জোর বিতর্ক।

অনেকেই তাকে 'মুসলমান-বিরোধী' বলে বর্ণনা করেন।

আবার অনেকেই বলেন, সনু নিগম ইসলামের বিরুদ্ধে কোন কথা বলেন নি।

তিনি শুধু মসজিদে মাইক ব্যবহারের বিপক্ষে মন্তব্য করেছেন।

আরো দেখুন: