প্রচ্ছদ ›› জাতীয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২২ ১২:৩৬:২৯ | আপডেট: ২ years আগে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিপিডি

সরকারি হিসাবে মূল্যস্ফীতি প্রকৃত চিত্র ওঠে আসছে না উল্লেখ করে এটি নিয়ন্ত্রণে সরকারকে এ মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালাগ- সিপিডি।

সকালে সিপিডি’র ধানমন্ডি কার্যালয়ে ‘পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে?’ শীর্ষক আলোচনায় এই আহবান জানানো হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “কোডিভ মহামারীর ক্ষতি কাটিয়ে যখন বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছিল, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরি করেছে যার প্রভাব পড়ছে বাংলাদেশেও।”

তবে এর আগে থেকেই বাংলাদেশের মূল্যস্ফীতি ঊধ্বমুখী ছিল। অথচ সরকারি হিসাবে দেখানো হচ্ছে মূল্যস্ফীতি নিম্নমুখী। দরিদ্র জনগোষ্ঠীকে দ্রব্যমূল্যের আঘাত থেকে রক্ষা করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ  দেন সিপিডির নির্বাহী পরিচালক।