Please enable javascript.ধর্ষণ রুখতে না পারলে উপভোগ করুন! বিধায়কপত্নীর মন্তব্যে বিতর্ক - Cong Mla's Wife Advises Social Media Users To Enjoy Rape If Unable To Resist It | Eisamay

ধর্ষণ রুখতে না পারলে উপভোগ করুন! বিধায়কপত্নীর মন্তব্যে বিতর্ক

EiSamay.Com | 22 Oct 2019, 5:24 pm
Subscribe

ফেসবুকে আনার সেই পোস্ট ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। পরিস্থিতি বুঝে মঙ্গলবার সকালে বিতর্কিত ফেসবুকে পোস্টটি তিনি মুছে ফেলেন। সেই সঙ্গে ফেসবুক ইউজারদের কাছে এ হেন মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

হাইলাইটস

  • পোস্টে তীব্র প্রতিক্রিয়ার জেরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন পেশায় সাংবাদিক আনা।
  • সেই কারণে এদিন সকালেই তিনি পোস্টটি মুছে ফেলার পরে ক্ষমা চেয়ে অন্য একটি পোস্টও তিনি করেন।
  • ২০১৩ সালে তৎকালীন সিবিআই কর্তা রণজিৎ সিনহা বলেছিলেন, ধর্ষণ ঠেকাতে না পারলে উপভোগ করুন।
'ভাগ্যচক্রের মতোই ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন'
এই সময় ডিজিটাল ডেস্ক: ভাগ্য অনেকটা ধর্ষণের মতো। যদি বাধা দিতে ব্যর্থ হন তাহলে বরং উপভোগ করুন। কেরালার কংগ্রেস সাংসদ হিবি ইডেনের স্ত্রীর এ হেন ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্কঝড়।
মঙ্গলবার সকালে বিতর্কিত ফেসবুকে পোস্টটি অবশ্য মুছে ফেলেন বিধায়কপত্নী আনা লিন্ডা ইডেন। কিন্তুত ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। ভাগ্যের সঙ্গে ধর্ষণের মিল খুঁজতে গিয়ে তাকে উপভোগ করার নিদান দিয়ে স্বাভাবিক ভাবেই জনরোষের মুখে পড়েছেন আনা।

বিতর্কিত বাণীর সঙ্গে দু'টি পারিবারিক ভিডিয়ো ক্লিপিংও পোস্ট করেছিলেন আনা। তার মধ্যে একটি সোমবার কোচিতে ভারী বৃষ্টি হলে তাঁর শিশুসন্তানকে বাড়ি থেকে উদ্ধার সংক্রান্ত। দ্বিতীয় ভিডিয়োটিতে তাঁর বিধায়ক স্বামী হিবি ইডেনকে সিজলারের স্বাদ উপভোগ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: 'ছবিতে নাভি কই?' #MeToo-তে বিদ্ধ মহীনের ঘোড়াগুলির রঞ্জন ঘোষাল!

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে প্রথম বার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে এর্নাকুলম কেন্দ্র থেকে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী হিবি ইডেন। গত সোমবার প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হয় কোচি শহর। সোশ্যাল মিডিয়ায় জলে ডুবে যাওয়া বাসভবনের বেশ কিছু ছবি পোস্ট করেন আনা লিন্ডা ইডেন। সে সব নিয়ে বিশে, উচ্চবাচ্চ না হলেও তাঁর ধর্ষণ সংক্রান্ত পোস্টটিতে বিতর্কের পারদ বিলক্ষণ চড়েছে।

পোস্টে তীব্র প্রতিক্রিয়ার জেরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন পেশায় সাংবাদিক আনা। সেই কারণে এদিন সকালেই তিনি পোস্টটি মুছে ফেলার পরে ক্ষমা চেয়ে অন্য একটি পোস্টও তিনি করেন। সেই পোস্টে আনা জানিয়েছেন, ধর্ষণ সম্পর্কে ওই মন্তব্য করে কোনও নিগৃহিতাকে তিনি আহত করতে চাননি।

এই প্রসঙ্গে উঠে পড়ছে ধর্ষণ নিয়ে প্রাক্তন সিবিআই কর্তা রণজিৎ সিনহার মন্তব্যও। ২০১৩ সালে তিনি বলেছিলেন, 'ধর্ষণ ঠেকাতে না পারলে উপভোগ করুন' এমন অসংবেদনশীল মন্তব্যের জন্য সিনহার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সেই সময়।
মন্তব্য করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল