Please enable javascript.Sex Workers,এই রাজ্যের প্রতি চার যৌনকর্মীর একজন আক্রান্ত এইডসে! - 25% mizoram sex workers have hiv, highest in india - eisamay

এই রাজ্যের প্রতি চার যৌনকর্মীর একজন আক্রান্ত এইডসে!

EiSamay.Com | 22 Oct 2019, 6:52 pm
Subscribe

যৌন রোগ সম্পর্কে প্রচার অভিযান চালানো সত্বেও মিজোরামের যৌনকর্মীদের মধ্যে এইচআইভি (HIV) আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি

হাইলাইটস

  • প্রতি চারজন যৌনকর্মীর মধ্যে একজন এইডসে আক্রান্ত।
  • সম্প্রতি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
  • HIV সংক্রমণের দিক দিয়ে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মিজোরাম
উত্তরপূর্বের এই রাজ্যে যৌনকর্মীদের মধ্যে এইডসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি
উত্তরপূর্বের এই রাজ্যে যৌনকর্মীদের মধ্যে এইডসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি
এই সময় ডিজিটাল ডেস্ক: যৌন রোগ সম্পর্কে প্রচার অভিযান চালানো সত্বেও মিজোরামের যৌনকর্মীদের মধ্যে এইচআইভি (HIV) আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতি চারজন যৌনকর্মীর মধ্যে একজন এইডসে আক্রান্ত। সম্প্রতি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। HIV সংক্রমণের দিক দিয়ে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মিজোরাম। মিজোরাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির তরফে জানানো হয়েছে এই মুহূর্তে সেখানে ৯০৬ জন যৌনকর্মী রয়েছেন। যাঁদের মধ্যে ২৫ শতাংশই এইডসে আক্রান্ত। মিজোরামের নানা জায়গা থেকেই তাঁরা আসেন। বেশিরভাগই কাজ করতে যান আইজলে। অর্থনৈতিক টানাপোড়েন থেকেই এই পেশায় যোগ দিতে বাধ্য হন তাঁরা।
আজ থেকে তিন বছর আগেও এখানে এইডস এমন বিপুল আকার ধারন করেনি। তখন মনিপুর এবং নাগাল্যান্ডই ছিল মূল। বর্তমানে মিজোরামের সংখ্যা সে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। NACO এর রিপোর্ট অনুযায়ী ১৯৯০ থেকেই উত্তরপূর্বে এইডসে আক্রান্তের সংখ্যা অন্য সব রাজ্যের তুলনায় বেশি।
মন্তব্য করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল