চলতি না সাবেকি, বিয়েতে কেমন গয়না পরবেন?

বিয়ের গয়নার আলাপে ঘুরেফিরে চলতি আর সাবেকি—এই দুই ধরনের গয়না পাশাপাশি রাখা হয় কনের সামনে, যেকোনো একটা বেছে নেওয়ার জন্য। কিন্তু কনে কি আর বোকা! সে হাত বাড়ায় দুটির দিকেই। একে তো বিয়ের আয়োজন এখন কেবল একটি অনুষ্ঠানেই শেষ হয় না।

সাবেকি ধাঁচের গয়নার জনপ্রিয়তা বাড়ছে কনেসাজে। মডেল: নাজিফা টুসি, শাড়ি: সাদিয়া বেনারসি, গয়না : হাজরা জুয়েলার্স, সাজ :অরা বিউটি লাউঞ্জ
ছবি : কবির হোসেন

অন্তত তিন দিন লাগিয়ে চলে আনুষ্ঠানিকতা। সেখানে একদিন কনে হয়তো দাদি–নানিদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবারিক ঐতিহ্যবাহী গয়না জড়ান অঙ্গে। আরেক দিন বেছে নেন আধুনিক নকশার চলতি ধারার গয়না। ঘুরেফিরে এখন জায়গা করে নিচ্ছে সাবেকি ধাঁচের গয়না। অনেকে আবার পুরোনো নকশার গয়নার ওপরেই বসিয়ে নিচ্ছে পাথর। ব্যস, ঐতিহ্য আর আধুনিকতার গলাগলি।

গয়নার নকশাটা সাবেকি তবে রুপালি রং এনেছে আধুনিকতার ছটা। মডেল: মাহেলিকা, শাড়ি: সাদিয়া বেনারসি, গয়না: সিক্স ইয়ার্ডস স্টােরি, সাজ : মিউনিস ব্রাইডাল
ছবি : কবির হোসেন

বিয়ের গয়না নিয়ে আলাপ হচ্ছিল গয়নার নকশাকার ও উদ্যোক্তা লায়লা খায়েরের সঙ্গে। এখন কেমন গয়নার চল? জিজ্ঞেস করতেই উত্তর এল, আগে তো একেক সময়ে একেক রকম গয়নার চল ছিল। যেমন খাঁটি সোনা, হোয়াইট গোল্ড, সিটি গোল্ড আর রুপার ওপরে গোল্ড প্লেট, বিভিন্ন ধরনের পাথর বসানো গয়না, কাটাই কাজের গয়না, হীরের গয়না, মুলতানি গয়না, রেডিয়ামসহ নানা দামী ধাতু ও পাথরের গয়না।

সাবেকি–আধুনিক কনেসাজে থাকছে সবধরণের গয়নার প্রাধান্য। মডেল : লাবণ্য ও মাহেলিকা, পোশাক : ভারমিলিয়ন ও টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: হাজরা জুয়েলার্স, সাজ: মিউনিস ব্রাইডাল
ছবি : কবির হোসেন

সামাজিক যোগাযোগমাধ্যমের দাপটের এ সময়ে দাঁড়িয়ে এখন ব্যক্তিগত রুচি, পছন্দ আর সামর্থ্যই মূল কথা। যার যেটা ভালো লাগছে, সে সেটাই পরছে। অনেক ক্ষেত্রে বিয়ের একেক অনুষ্ঠানে একেক ধরনের সাজের সঙ্গে বেছে নিচ্ছে ভিন্ন ভিন্ন গয়না। কেউ হয়তো বিয়ের আগের অনুষ্ঠানে টায়রা পরল, বিয়েতে পরল টিকলি। আর বউভাতের অনুষ্ঠানে খোলা চুলে জুড়ে দিল ঝাপটা।
আর এভাবেই বিয়ের অনুষ্ঠানগুলোয় কনে পছন্দের গয়নায় সেজে হয়ে উঠছেন আরও অনন্য, আরও সুন্দর।